এই কিছুদিন আগে মাঠের ক্রিকেটে মেয়েরা এশিয়া কাপ জিতেছে। ছেলেরা ফাইনালে জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান যাই হোক, এশিয়ার মধ্যে বাংলাদেশ যে এখন শক্ত প্রতিপক্ষ তা নিয়ে দ্বিমত পোষণের সুযোগ নেই কারো।
মাঠের ক্রিকেটের এত সফলতার প্রভাব পড়েছে ক্রিকেটের কূটনৈতিক পাড়ায়। তিন মোড়ল তত্ত্বকে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের শক্তিশালী অবস্থান জানান দিয়েছিল আগেই। এবার এশিয়ার সর্বোচ্চ ক্রিকেট সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মনোনীত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
এর আগে শনিবার (১৭ নভেম্বর) পাকিস্তানের লাহোরে বাংলাদেশের চতুর্থ ব্যক্তি হিসেবে এসিসি সভাপতির দায়িত্ব বুঝে নিয়েছিলেন পাপন। মঙ্গলবার (২০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানাতে ভিড় করেন ক্রীড়া সংগঠকেরা। যাদের ভেতরে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা প্রধান আকরাম খান, সাবেক পরিচালক ও অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
জয়নিউজ/পার্থ/জুলফিকার