নতুন বলে মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডরা বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারেননি। সঙ্গত কারণেই পাওয়ার প্লেতে স্পিন আক্রমণে যান প্যাট কামিন্স। তাতেও সাফল্য ধরা দেয়নি। উদ্বোধনী জুটি ভাঙতে অজিদের অপেক্ষা করতে হয়েছে ২২তম ওভার পর্যন্ত। প্রথম দুই উইকেট এসেছে পেসারদের হাত ধরে। তবে এরপর লঙ্কান ব্যাটারদের ধাঁধায় ফেলেন অ্যাডাম জাম্পা। তার জালে ধরা পড়েছেন ৪ ব্যাটার। ফলে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৪৩.৩ ওভারে ২০৯ রান তুলে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেছেন কুশল পেরেরা। অজিদের হয়ে ৪৭ রানে ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা। জবাবে খেলতে নেমে ৩৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে ফিফটি পেয়েছেন মিচেল মার্শ ও জশ ইংলিশ।
২৮তম ওভারে কুশল মেন্ডিসকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান জাম্পা। এই লেগ স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি। সেখানে অবশ্য দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ডেভিড ওয়ার্নার।
নিজের পরের ওভারে এসে আবারও উইকেটের দেখা পান এই লেগ স্পিনার। ২৮তম ওভারের শেষ বলের পর ৩০তম ওভারে ফিরে প্রথম বলেই সাদিরা সামারাবিক্রামাকে ফেরান জাম্পা। ফলে হ্যাটট্রিকের সামনে ছিলেন তিনি। তবে সম্ভাবনা জাগিয়েও তা পারেননি।
এরপর ৩৮তম ওভারে এসে চামিকা করুণারত্নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাম্পা। এবারও টানা দুই ওভারে পেয়েছেন দুই উইকেট। তার চতুর্থ শিকার মাহিশ থিকশানা। শেষ পর্যন্ত ৮ ওভারে ১ মেইডেনসহ ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট পেয়েছেন জাম্পা।
জেএন/এমআর