লাল পাহাড়ের সঙ্গী হলো জলপরি

চট্টগ্রাম চিড়িয়াখানায় ১২ বছর বয়সী পুরুষ জলহস্তী লাল পাহাড়ের সঙ্গী হলো ৯ বছরের ৯০০ কেজি ওজনের স্ত্রী জলহস্তী জলপরি।

- Advertisement -

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৫টায় চিড়িয়াখানায় পৌঁছে জলপরি।

- Advertisement -google news follower

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন শুভ জানান, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি মহোদয়ের উদ্যোগে প্রাণী বিনিময়ের আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় এবং এর বিনিময়ে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার সিদ্ধান্তে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয় অনুমতি দেন। এর আওতায় জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ গত ১৯ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয় এবং গত ২১ সেপ্টেম্বর সকাল ৮ টায় এক জোড়া জলহস্তীর মধ্যে প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তী লাল পাহাড় (বয়স ১২ বছর) চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

আজ মঙ্গলবার দ্বিতীয় জলহস্তী ৯ বছরের ৯০০ কেজি ওজনের স্ত্রী জলপরি সকাল ৫টায় চট্টগ্রাম চিড়িয়াখানা পৌঁছেছে।

- Advertisement -islamibank

প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় সংযোজিত জলহস্তী জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি মহোদয়ের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর জন্য উপহার।

অদল-বদল প্রক্রিয়ায় এর আগে চট্টগ্রাম থেকে একটি সিংহী দিয়ে রংপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল একটি সিংহ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM