সরকারি কেনাকাটায় জিনিসপত্রের দর নির্ধারণ আরও বেশি প্রতিযোগিতামূলক করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কোনোভাবেই যেন কম যোগ্যতার প্রতিষ্ঠান কাজ না পায় সে ব্যাপারে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংবাদিকদের ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন
বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
জেএন/এমআর