বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীতে প্রেস লেখা ভেস্ট পরে গাড়িতে আগুন দেওয়া সেই যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার নাম রবিউল ইসলাম নয়ন। তিনি ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. হারুন অর রশিদ।
সোমবার (৩০ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি।
হারুন অর রশিদ জানান, ২৮ অক্টোবর ওই অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ২০১৩-১৪ সালে সহিংসতার সঙ্গেও জড়িত ছিল নয়ন।
ডিবি পুলিশের প্রধান জানান, ঘটনার দিনের সংঘর্ষের সময় ফুটেজ দেখেই সেই যুবককে শনাক্ত করা হয়। এখন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ডিবি থেকে গণমাধ্যমে সরবরাহকৃত ফুটেজ ও ছবিতে দেখা যাচ্ছে, সেই যুবকের গায়ে কালো জ্যাকেট। বুকে প্রেস লেখা। মুখভর্তি দাড়ি। চোখে চশমা। গায়ে সাদা শার্ট। পায়ে কেটস।
পুলিশের ভাষ্যমতে, ঘটনার দিন সেই যুবক জ্যাকেট পরিহিত অবস্থায় একজনের মোটরসাইকেলে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আগুন দেন।
জেএন/এমআর