চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছৈয়দুরখীল এলাকার ফজর বাপের বাড়িতে ঢুকে এক পরিবারের উপর সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
সোমবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে। এতে বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত ও তাদের ছেলে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলেন, ওই এলাকার মৃত আব্দুল নবীর ছেলে বৃদ্ধ কৃষক মো. আমির হোসেন (৬৫) ও তারই স্ত্রী জুলেখা বেগম (৫৫)। আহত হয়েছেন বৃদ্ধ দম্পতির ছেলে জসিম উদ্দিন (৩৫)।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ জানান, “রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের ফজর বাপের বাড়িতে বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে।
এতে তাঁরা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে।এছাড়াও বৃদ্ধ আমির হোসেনকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত ১১টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। সর্বশেষ আজ মঙ্গলবার নিহত বৃদ্ধের স্ত্রী জুলেখা বেগমও মারা গেছে।
আহত জসিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, সোমবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনায় একই পরিবারের দিজনের মৃত্যু হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
জেএন/রাজীব