একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার (২২ নভেম্বর) চট্টগ্রামের ১৬টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৬ জন।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরের লাভলেইনের নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসেন খান।
মনোনয়ন ফরম কিনলেন যারা
চট্টগ্রাম-১ (মিরসরাই): গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান ও মিরসরাই থানা বিএনপির সভাপতি নুরুল আমিন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, বিএনপির গোলাম আকবর খন্দকার, মো. আজিম উল্লাহ বাহার।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): বিএনপির সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা, জাসদের (ইনু) মো. আবুল কাসেম।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): এনডিএমের খোকন চৌধুরী।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): বিএনপির এসএম ফজলুল হক, স্বতন্ত্র মো. নাছির হায়দার করিম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ইদ্রিস মুজহারুল হক, খেলাফত মজলিস মুজাফর আহম্মদ।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো. আবু নওশাদ, এলডিপির মো. নুরুল আলম।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী): বিএনপির মো. শোয়েব রিয়াদ, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মো. আবু হানিফ।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং): এনএনপির কাজী মো. ইউসুফ আলী চৌধুরী।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): আওয়ামী লীগের এম এনামুল হক চৌধুরী, বিএনপির ইসরাফিল খসরু, গোলতাজ বেগম।
চট্টগ্রাম-১২ (পটিয়া) বিএনপির দীপক কুমার পালিত।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): বিএনপির মুজিবুর রহমান।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): বিএনপির সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, এলডিপির মো. কফিল উদ্দীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা মুহাম্মদ মুছা।