সীতাকুণ্ডে এমপির মালিকানাধীন লরিতে আগুন,আহত চালক

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের সীতাকুণ্ডে রড বোঝাই একটি লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

- Advertisement -

বুধবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার পৌরসভার পন্থিছিলা এলাকাস্থ মহাসড়কে এ ঘটনা ঘটে। আগুনে ১৮ চাকার লরির ইঞ্জিন পুড়ে যায়।

- Advertisement -google news follower

তাছাড়া এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামূখী এম এমটি ট্রান্সপোটের রড় বাহী লরির চালক মো. ইসমাইল আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লরিটির মালিক চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

- Advertisement -islamibank

জানা যায়, অবরোধ চলাকালে উপজেলার পন্হিছিলা এলাকায় মোটর সাইকেল করে দুই যুবক লরিতে পেট্টোল বোমা মেরে পালিয়ে যায়।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ।

বার আউলিয়া হাইওয়ে থানার এস আই আমির হোসেন জানান মোটরসাইকেল চলন্ত অবস্থায় দুই ব্যক্তি গাড়িতে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। লরিতে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে জানালেন থানার ওসি।

জেএন/কেআইডি/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM