হোটেল পরিচালনার জন্য লাইসেন্স না থাকায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটস্থ তিনটি আবাসিক হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব হোটেল থেকে জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারনে জননিরাপত্তা ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই এলাকার বেশ কয়েকটি আবাসিক হোটেলের কার্যক্রম তদারকি ও হোটেলে অবস্থানকারী গেস্টদের পরিচয় এবং অবস্থানের কারণ নিশ্চিত হওয়ার লক্ষে জিজ্ঞাসাবাদ করা হয়।
হোটেল পরিচালনার লাইসেন্স না থাকায় হোটেল রেহাব আবাসিক, নিশাত আবাসিক হোটেল ও হোটেল আল-ঈশানকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বহিরাগত নাশকতাকারীর অবস্থান চিহ্নিত করার লক্ষ্যে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলর তিনি জানান।
অভিযানে সাতকানিয়া থানার পুলিশের টিম ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে নির্বাহী অফিসারকে সহযোগিতা করেছেন।
জেএন/রাজীব