চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের দেলু মেম্বার বাড়িতে মধ্যরাতে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তার আগেই মোহাম্মদ হাসান ও আবু মুসার মালিকানাধীন দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ভস্মিভুত হয় ধান, চাল, স্বর্নালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবী অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী।
এ ঘটনায় কোন হতাহতের খবর নেই জানিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ইমাম হোসেন পাটোয়ারী।
জেএন/আর এস