পাচারের সময় চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৫টি মুখপোড়া হনুমানসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটক পাচারকারীরা হলেন- মো. সেলিম (৫৩), সালাউদ্দিন কাদের (৩৫) ও নুরুল কবির (৩১)।
শনিবার দুপুরে সিএমপি উপ-উপ পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান বলেন, মুখপোড়া হনুমানগুলো আলী কদম থেকে সংগ্রহ করে পরে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়।
কক্সবাজারের শাপলাপুর এলাকা থেকে তা নিয়ে ঢাকায় অন্য একটি দলের কাছে হস্তান্তরের কথা ছিল আটকৃতদের।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি যে আটককৃতরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সক্রিয় সদস্য।
মূলত চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহার করে পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করা এসব দুর্লভ প্রাণী সীমান্তবর্তী এলাকা দিয়ে আন্তর্জাতিক পাচার সিন্ডিকেটের মাধ্যমে ইউরোপ-আমেরিকার মত দেশে পাচার হয় বলে জানায় পুলিশ।
শনিবার নতুন ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হনুমানগুলো বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান।
জেএন/রাজীব