কাঠগড়ে পোশাক শ্রমিকদের বাসে আগুন

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাঠগড়ের ধুমপাড়ায় পোশাক শ্রমিকদের জন্য অপেক্ষারত একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ নভেম্বর) ভোরে বাসটি আগুন দেয়া হয়।

- Advertisement -

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সাথে সাথে চট্টগ্রাম বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরু হওয়ার আগে এ ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেন বলেন, বাসটি পোশাক শ্রমিকদের নেওয়ার জন্য পতেঙ্গা থানার কাঠগড়ের ধুমপাড়ায় অপেক্ষা করছিলেন। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজর নামাজ পড়তে মসজিদে যান।

এ সময় একদল লোক সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে আসেন। এরপর কয়েকজন পোশাক শ্রমিকের সামনে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

- Advertisement -islamibank

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ শনাক্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করার কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM