চট্টগ্রাম নগরে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার রাত ১১টায় বন্দর নগরীর অক্সিজেন মোড় এলাকায় ওই বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।
অক্সিজেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃণাল মজুমদার বলেন, ঈশা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে রাউজান রুটে চলাচল করে। অক্সিজেন মোড় এলাকায় বাসটি রেখে রেখে চালক কোথাও গিয়েছিলেন। জায়গাটাও কিছুটা নির্জন। এই সুযোগে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে এদিন ভোরে পতেঙ্গা এলাকায় গার্মেন্ট শ্রমিকদের জন্য অপেক্ষায় থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার (রোব ও সোমবার) অবরোধের কর্মসূচি ঘোষণা করে বিএনপি-জামায়াত।
জেএন/এমআর