ফটিকছড়িতে দুজনের কারাদণ্ড, পিকআপ-ড্রামট্রাক জব্দ

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন মিরসরাই উপজেলার সীমানা সংলগ্ন দাঁতমারা ইউনিয়নের বালুটিলার জিলতলী এলাকায় অভিযান চালিয়ে দুজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

- Advertisement -

অবৈধ বালুমাটি পরিবহনের দায়ে গতকাল রোববার তাদেরকে এ দণ্ড দেওয়া হয়। তাছাড়া ঘটনাস্থল থেকে বালু পরিবহনে ব্যবহৃত একটি ডাম্প ট্রাক ও একটি পিক আপ জব্দ করা হয়।

- Advertisement -google news follower

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। এসময় দাঁতমারা ফাঁড়ির পুলিশ ও গ্রাম পুলিশ সহ স্থানীয় লোকজন উপস্থিত থেকে ভ্রাম্রমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এটিএম কামরুল ইসলাম জানান, গোপন সোর্সের মাধ্যমে অবৈধভাবে বালু পরিবহনের খবর পেয়ে রবিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

- Advertisement -islamibank

অভিযানে দুজনকে হাতেনাতে আটক করার পর তারা নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় সড়ক পরিবহন আইনে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।

তাছাড়া হালনাগাদ মালিকানার তথ্য বিহীন অবৈধ বালুমাটি পরিবহনের দায়ে একটি ডাম্প ট্রাক ও একটি পিক আপ জব্দ করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM