‘প্রত্যাবাসনের আগে পরিস্থিতি দেখে আসুক রোহিঙ্গারা’

প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের রাখাইনে গিয়ে পরিস্থিতি দেখে আসার সুযোগ করে দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

- Advertisement -

পরিস্থিতি বিবেচনা করে তারা যাতে স্বাধীনভাবে স্ব-ভূমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য তাদের এই সুযোগ দেওয়ার পক্ষে সংস্থাটি।

- Advertisement -google news follower

ইউএনএইচসিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য কি অগ্রগতি হয়েছে তা বোঝার জন্য তাদের হাই কমিশনার এটার ওপর জোর দিয়েছেন। এর মধ্য দিয়ে শরণার্থীরা স্বাধীনভাবে রাখাইনে পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে পারবে এবং বাংলাদেশে অন্য শরণার্থীদের কাছে তা প্রচার করতে পারবে।

রোহিঙ্গারা ফিরতে অনীহা জানানোয় গত ১৫ নভেম্বর তাদের মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া শুরু করতে পারেনি বাংলাদেশ।

- Advertisement -islamibank

রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরির দায় মিয়ানমারের, বলেছে জাতিসংঘ সংস্থাটি।
এই পরিস্থিতি তৈরির জন্য সব প্রচেষ্টা নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। পাশাপাশি কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তারা।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM