হালদা নদীতে অভিযান: ৪ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

- Advertisement -

বুধবার (৮ নভেম্বর) রাত ২ টা থেকে ভোর রাত সাড়ে ৪ টা পর্যন্ত চালানো অভিযানে ৮টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।

- Advertisement -google news follower

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, গড়দুয়ারা ইউনিয়নের এবং রাউজানের হালদা নদীর বিভিন্ন অংশে এ অভিযান চালানো করা হয়। হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীসহ হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ সহযোগিতা করেন।

- Advertisement -islamibank

জেএন/হিমেল/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM