শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কিউইরা

চলমান বিশ্বকাপে ইতোমধ্যে সেমিফাইনালের তিন দল নিশ্চিত। বাকি এক দলের জায়গা দখল করার লক্ষ্য নিয়ে আসরের ৪১তম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড

- Advertisement -

ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

- Advertisement -google news follower

আসরে প্রথম চার ম্যাচ জিতে দাঁপটের সাথে বিশ্বকাপ শুরু করেছিল নিউজিল্যান্ড। এরপর টানা চার ম্যাচে হেরে যায় তারা।

এ দিকে হ্যাটট্টিক হারের পর টানা দুই ম্যাচ জিতে লড়াইয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। কিন্তু আবারও টানা তিন হারের হারে সেমিতে খেলার স্বপ্ন ধুলিসাৎ হয় লঙ্কানদের।

- Advertisement -islamibank

আজকের ম্যাচে শ্রীলঙ্কার নজর সামনের দিকে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নজর তাদের। যে আসরে বিশ্বকাপের সেরা আট দল খেলবে।

বর্তমানে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে শ্রীলঙ্কা। আজ জিতে জায়গাটা পাকা-পোক্ত করা সহ সমীকরণের হিসেবে এগিয়ে থাকতে চায় তারা।

পরিসংখ্যানের লড়াইয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ১০১ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এর মধ্যে কিউইদের জয় ৫১ ম্যাচে, শ্রীলঙ্কা জিতেছে ৪১ ম্যাচ। এক ম্যাচ টাই হয়েছিল। বাকি ৮টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।

বিশ্বকাপে ১১ বারের সাক্ষাতে জয়ের ক্ষেত্রে এগিয়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের ৬ জয়ের বিপরীতে নিউ জিল্যান্ডের জয় ৫ ম্যাচে।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM