মাটিরাঙায় কুকুরের কামড়ে ব্যবসায়ীসহ ১৪ জন আহত

খাগড়াছড়িতে কুকুরের কামড়ে আহত হয়েছেন ব্যবসায়ীসহ ১৪ জন। আজ বৃহস্পতিবার মাটিরাঙা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মাটিরাঙ্গা উপজেলা সদরের সর্বত্র।

- Advertisement -

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৮টার দিকে হঠাৎ করে একটি কুকুর রাস্তায় বের হওয়া লোকজনকে কামড়াতে শুরু করে। ভোর থেকে দুপুর পর্যন্ত ব্যবসায়ীসহ ১৪ জন আহত হয়।

- Advertisement -google news follower

আহতদের মধ্যে ১২ জনকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত ২জন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহতরা হলেন- মাটিরাঙা পৌরসভার ডাক্তারপাড়ার আবাদুস ছোবহান, ভুইয়াপাড়ার মো. ওমর ফারুক, নতুন পাড়ার নান্নু ত্রিপুরা, হাসপাতালপাড়ার রাখাল চন্দ্র দে, মংতু চৌধুরী পাড়ার ইকবাল, রসুলপুরের আবুল কাশেম, ইসলামনগরের রমজান আলী, নবীনগরের আবুল কালাম আযাদ, চরপাড়ার জগদীশ চন্দ্র পাল, মমতা রানী, বলিটিলার হাবিল মিয়া ও মানিকছড়ির রাদাম মারমা।

- Advertisement -islamibank

মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত জানান, কুকুরের কামড়ে ১৪ জন আহত হওয়ার কথা শুনেছি।

তবে কুকুরের কামড়ে আহত ১২জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেছে।তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

জেএন/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM