সাদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে “ কোয়ালিটেটিভ রিসার্চ মেথডলজি ফর হিউম্যানিটিস ডিসিপ্লিন বিষয়ক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তফা । আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসরাত জাহান, ইংরেজি বিভাগের প্রধান শাফিন মো. জন ও ইংরেজি বিভাগের শিক্ষকসহ সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ ।
উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তফা বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে রিসার্চ এর উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগীকরণে হেকেপ প্রজেক্ট খুব কার্যকরী ভূমিকা পালন করছে। আমরা যদি এই প্রজেক্টকে ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে সাদার্ন ইউনিভার্সিটি আরও এগিয়ে যাবে।
কর্মশালার বিষয়বস্তুর আলোকে গবেষণাধর্মী ও তথ্যভিত্তিক বিষদ আলোচনা করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির(নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। । পরে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।