চলতি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের রেস থেকে আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ। ৮ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে তারা।
আজ শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে লিগ পর্বের নবম ও শেষ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার ভারতের পুনেতে ২০২৩ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
অজিদের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত হবে বাংলাদেশের।
এখন টাইগারদের প্রধান লক্ষ্য হলো ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখা। নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার ৫ উইকেটে হারে ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে টাইগারদের খেলা নিশ্চিত হয়নি।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলার স্বপ্ন ভঙ্গও হতে পারে। যদি ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস জিতে যায় এবং অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মার্নাস লাবুশানে, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড ও শ্যান অ্যাবট।
জেএন/রাজীব