অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আর্ন্ডট কর্ডেন ডিপার্টমেন্ট অফ ইকোনমিকস থেকে অর্থনীতিতে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। থিসিসের বিষয় ছিল—‘ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডিং ইন দ্য অ্যাপারেল ভ্যালু চেইন: এভিডেন্স ফ্রম বাংলাদেশ’।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্টক পিয়ারসালের পাঠানো এক অভিনন্দন বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১১ নভেমম্বর রাতে মুঠোফোনে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক নিজেই। তিনি বলেন, বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্টক পিয়ারসালের পাঠানো এক অভিনন্দন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পিএইচডি অর্জনে ডিসি ফখরুজ্জামান অনুভূতি ব্যক্ত করে বলেন, পাঁচ বছরের কঠিন সাধনার পর কাক্ষিত ফলাফল পেয়েছি। এ গবেষণার কাজ করতে গিয়ে বহু রাত নির্ঘুম কাটিয়েছি। চাকরিজীবনের অনেক ব্যস্ততার মধ্যেও গবেষণা চালিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। বৈশ্বিক মহামারী কোভিডের কারণে অনেক চ্যালেঞ্জে পড়তে হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের এক অভিনন্দন বার্তায় দীর্ঘদিনের সময় ও শ্রম আনন্দে পরিণত হয়েছে।