চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী চবির প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) ভোরে তারা চবির ড. এ আর মল্লিক প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগায়। পরে বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তাকর্মীরা এসে তালা ভেঙ্গে ফেলেন।
তাছাড়া সোমবার সকালে বিএনপির পূর্ব ঘোষিত চতুর্থ দফা অবরোধের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় হাটহাজারী-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রধান ফটকে তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, প্রতিদিন রাতে এমনিতেই তালা দেওয়া থাকে। সোমবার ভোরে ছাত্রদল নেতাকর্মীরারা চুপিচুপি এসে আরো একটা তালা ঝুলিয়ে চলে যায়। পরে আমাদের দায়িত্বরত নিরাপত্তাকর্মী সাহাদাত এসে তা ভেঙ্গে ফেলে।
জেএন/আর এস