চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাসের চুলা থেকে আগুন লেগে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১২ নভেম্বর) রাত ৯’টার দিকে উপজেলার খানখানাবাদ ইউপি’র ১ নম্বর ওয়ার্ডের আমিরুজ্জামান চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অগ্নিকাণ্ডের স্থানে বেশ কয়েকটি পরিবার যৌথভাবে বসবাস করে। রোববার রাত ৮টার দিকে হটাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ১১টি ঘরে ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী ঘরের গ্যাসের চুলা থেকে এ আগুনের সুত্রপাত হয়।
এদিকে খবর পেয়ে বাঁশখালীর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১২ বসতঘরের সব পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, খানখানাবাদ ইউপি’র ১ নম্বর ওয়ার্ডের আমিরুজ্জামান চৌধুরী বাড়ির মো. বদি আহমদ, ছরোয়ার আলম, মো. করিম, মো. মিয়া, মো. সাদ্দাস, মাহবু আলম, আহমদ কবির, আবু তালেব, জয়নাল আবেদীন, হাফেজ আলমগীর, মো. লোকমান, জালাল।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আজাদুল ইসলাম বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা রওনা দিই। দুরত্ব বেশি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। এতে আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।
জেএন/রাজীব