ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার (১৫ নভেম্বর) ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতের আজ অঘোষিত প্রতিশোধের ম্যাচ।
চার বছর আগের ওল্ড ট্রাফোর্ডে হেরে যাওয়া ম্যাচের প্রতিশোধ নিতে চাইবে ভারত। এদিকে ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম আজ মাঠে দর্শক হিসেবে বাড়তি আকর্ষণ যোগ করবেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে থাকছে নীল ঢেউ। শিষ্যদের দিয়ে এবার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে মরিয়া কোচ রাহুল দ্রাবির। তার আগে আজকের সেমিফাইনাল ম্যাচটি জিতে আত্মবিশ্বাসের চাপটাও হালকা করতে চান।
এবারের সেমিফাইনালে রোহিত শর্মার দলই ফেভারিট হিসেবে নামছে। তবে ইতিহাস কিউইদের পক্ষে। বিশ্বকাপের হেড-টু-হেডে এগিয়ে তারা। গত বছর ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুটি দল, যাতে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় কেন উইলিয়ামসনের দল।
এবারের আসরে দুর্বার ছুটে চলা ভারত হোমগ্রাউন্ডে আজ কি সেই হারের বদলা নেবে? নাকি আবার হাসবে কিউইরা?
বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে প্রথম সেমিফাইনালের লড়াই। গ্লেন ম্যাক্সওয়েলের তাণ্ডব বাদ দিলে পরে ব্যাট করে এই মাঠে জেতার রেকর্ড নেই কারও।
বলা হয়ে থাকে ফ্লাডলাইটের আলোয় ওয়াংখেড়েতে ব্যাট করা ক্রিকেটের সবচেয়ে কঠিনতম কাজের একটি! তাহলে আজ কি টসই ম্যাচের ভাগ্য গড়ে দেবে!
ঘরের মাঠে খেলা হলেও রোহিত শর্মা জানালেন, ‘লিগপর্ব থেকে সেমিফাইনাল সব ম্যাচেই চাপ থাকবে।’ অন্যদিকে কিউই অধিনায়ক উইলিয়ামসন সংবাদ সম্মেলনে বলেন, নিজেদের সতেজ রেখে ভালো ক্রিকেট খেলতে চাই, স্নায়ু ধরে রেখে যারা এগোতে পারবে তাদের মুখেই হাসি ফুটবে।
আগামীকাল কলকাতায় আরেক সেমিতে লড়বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আগামী রোববার আহমেদাবাদে ফাইনাল।
জেএন/রাজীব