ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল।
তিনি জানান, ফেনীর দাউদপুর চৌধুরী বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মঙ্গলবার গভীর রাতে বিএনপি নেতা শেখ ফরিদ বাহারকে তুলে নিয়ে যাওয়া হয়।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেফতার করা হয়েছে। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদ বাহারকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল রাজবন্দির মুক্তি দাবি করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্বা অধ্যাপক জয়নাল আবেদিন।
জেএন/পিআর