অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুরু থেকেই অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত স্বাগতিকরা। ৪৫ মিনিটেই হজম করে ৪ গোল। লম্বাদেহির সকারু ফুটবলারদের সঙ্গে কোনোরকম লড়াই করতে পারেনি হাভিয়ের কাবরেরার দল।

- Advertisement -

চতুর্থ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। গুডউইনের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন সাড়ে ছয় ফুট লম্বা ডিফেন্ডার হ্যারি সোটার। বক্সের বাইরে মোহাম্মদ হৃদয় ফাউল করলে ফ্রি কিক পেয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৫৬ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়া।

- Advertisement -google news follower

বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রেখে ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় অস্ট্রেলিয়া।

হাসান মুরাদ ও কাজী তারিক রায়হান পারেননি রক্ষণ জমাট রাখতে। গোলমুখে মেটক্যাফের বাড়ানো আড়াআড়ি ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি মিতুল মারমা।

- Advertisement -islamibank

আলতো টোকায় বাকি কাজ সারেন ব্র্যান্ডন বোরেল্লো। মাঝে কয়েকবার বিচ্ছিন্ন আক্রমণে যায় বাংলাদেশ কিন্তু তা আলোর মুখ দেখেনি।

২৪ মিনিটে বারেল্লোর হেড আটকে যায় মিতুল মারমার গ্লাভসে। ৩৭ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে সকারুরা। কনোর মেটকালফির তুলে দেওয়া বলে জায়গায় দাঁড়িয়ে হেডে বল জালে পাঠান মিচেল ডিউক।

৪০ মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে বারেল্লোর শট সাইড পোস্টে প্রতিহত হয়, ফিরতি বলে অনায়াসে জালে পাঠান ডিউক।

দ্বিতীয়ার্ধে আরও তিন গোল হজম করে ৭ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM