ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা পরাজয়ের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেও এড়াতে পারেনি পরাজয়ের স্বাদ।
উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে বসেছে লিওনেল মেসির দল। কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল লিওনেল স্কালোনির দল।
হারের পরও লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আলবিসেলেস্তেরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। পাঁচ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১২। দুই নম্বরে অবস্থান করা উরুগুয়ের পয়েন্ট ১০।
শুক্রবার বাংলাদেশ সময় সকালে দশম মিনিটে প্রথম ভালো আক্রমণ শাণায় উরুগুয়েই। সতীর্থের লং পাস গতিতে ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন ডারউইন নুনেস, কিন্তু তার নেওয়া শট চলে যায় পোস্টের বেশ বাইরে দিয়ে। তিন মিনিট পর মেসির শট আটকান উরুগুয়ে গোলরক্ষক।
পায়ের কিছু কারিকুরি, দারুণ কিছু মুভ দেখালেও প্রথম অর্ধে উরুগুয়ের জন্য ভয়ের কারণ হতে পারেননি প্রায় এক মাস প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মধ্যে না থাকা মেসি। আর্জেন্টাইন তারকাকে কড়া পাহারায় রাখার কৌশল নিয়েছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা।
৪১তম মিনিটে আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় উরুগুয়ে। বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বাইলাইনের একটু উপর থেকে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। ক্লিয়ার করতে পারেননি আর্জেন্টিনার কোনো ডিফেন্ডার। রোনালদ আরাউহোর কোনাকুনি শটে পরাস্ত এমিলিয়ানো মার্টিনেজ।
৮১তম মিনিটে বল নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠেছিলেন ডি মারিয়া, কিন্তু তার কোনাকুনি শট যায় দূরের পোস্টের বাইরে। স্কালোনির বিষন্ন মুখ ভেসে ওঠে পর্দায়। একটু পর কর্নারে ওতামেন্দির হেড ফিস্ট করে ফিরিয়ে উরুগুয়েকে জয়ের পথে রাখেন গোলরক্ষক।
রোনালদ আরাউহো উরুগুয়ে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেস। ৮৭তম মিনিটে জয় নিশ্চিত করে দেন নুনেস। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে এক ছুটে বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড।
জেএন/পিআর