ব্যর্থতার বৃত্তে আটকে রইল ব্রাজিল, হারল কলম্বিয়ার কাছে

রেফারির খেলা শুরুর বাঁশি বাজার পর দ্রুতই গোলের দেখা পায় ব্রাজিল। গোটা ম্যাচে বল নিয়ন্ত্রণে দেখায় আধিপত্য। প্রতিপক্ষের আক্রমণগুলো পোস্টের সামনে বারবার নস্যাৎ হতে থাকে। তবে লুইস দিয়াজের জোড়া লক্ষ্যভেদে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের পরাজয় নিয়ে সেলেসাওরা মাঠ ছাড়ে।

- Advertisement -

বাছাইয়ে প্রথম দুই ম্যাচে জয়ের পর গত মাসে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্রয়ের পর উরুগুয়ের মাঠে ২-০ গোলে হেরে বসে ব্রাজিল। ব্যর্থতার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াবে কী, উল্টো আবারও হেরে বসল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

- Advertisement -google news follower

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে আছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কলম্বিয়া। আরেক খেলায় উরুগুয়ের কাছে ২-০ গোলে হারলেও ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। দুই নম্বরে অবস্থান করা উরুগুয়ের পয়েন্ট ১০।

রবের্তো মেলান্দেজ মেট্রোপলিটন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকালে মাঠে গড়ায় ম্যাচ। চার মিনিটের মাথাতেই গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে বল পেয়ে ডানপায়ে বল জালে জড়িয়ে অতিথি দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

- Advertisement -islamibank

গোটা ম্যাচে বল নিয়ন্ত্রণে ব্রাজিল এগিয়ে থাকলেও স্বাগতিক দল একের পর এক আক্রমণ করে গেছে। নিয়মিত গোলরক্ষক এডারসনের পরিবর্তে খেলতে নামা অ্যালিসন বেকার বারবার নিজের মুন্সিয়ানা দেখান।

বিরতির পর আর অবশ্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে লিড ধরে রাখা সম্ভব হয়নি। ইয়াসের অ্যাসপ্রিলার ক্রসে ৭৫ মিনিট হেডে লক্ষ্যভেদ করেন লুইস দিয়াজ।

মিনিট চারেক পর কলম্বিয়াকে আবারো উদযাপনের উপলক্ষ এনে দেন দিয়াজ। সতীর্থ জেমস রদ্রিগেজের বাড়ানো বল নিয়ে লিভারপুলের এ লেফট উইঙ্গার আবারো হেডে নিশানাভেদ করেন। তার এ গোলেই কলম্বিয়ার জয় নিশ্চিত হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM