ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালীসিমা এলাকায় ঝড়ে গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ায় প্রায় দুই ঘন্টা বন্ধ ছিলো ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ।
খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় রেললাইন থেকে ভেঙ্গে পড়া গাছটি সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় গাছটি ভেঙ্গে পড়ে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এবং ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে ভেঙে পড়া গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তথ্যটি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম।
জেএন/পিআর