দেশের ৩০০টি আসনের মাধ্যমে ৬টি আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে সরাসরি ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৪ নভেম্বর) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
হেলালুদ্দীন বলেন, শহর ও সিটি করপোরেশন এলাকার আসনগুলোর মধ্যে এই ৬টি আসন দ্বৈবচয়ন পদ্ধতিতে নির্ধারণ করা হবে। আগামী ২৮ নভেম্বর আসনগুলো ঠিক করবে কমিশন।
সেনাবাহিনী ও ইসি কর্মকর্তারা যৌথভাবে ইভিএম পরিচালনা করবে বলেও জানান তিনি।