বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পার্কিংয়ে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (২০ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের পাশে গাড়িতে আগুন দেয়ার এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাসগুলো হলো, শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-০৯৮৫) একই পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৪৩৬৭) এবং হানিফ পরিবহনের (ব ১৪-০৮১৬)।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত দু’টি বাসের মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুটি মোটরসাইকেলে করে ৫ জন যুবকে এসে সাতকানিয়ার রাস্তায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে।
এতে গাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার দু’টি গাড়িতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর আনুমানিক চারটার সময় সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুনে তিনটি বাসে ১০ লাখ টাকার ক্ষতি হতে পারে।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বললেন সাতকানিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর হক চৌধুরী।
জেএন/রাজীব