বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।
নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মায়ানমারের অভ্যন্তরীন চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ সোমবার (২০ নভেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা বাইশফাঁড়ি বিওপি, তুমব্রু ও ঘুমধুম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বপালনের পাশাপাশি যেকোন অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
তাছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নের নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক।
পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কগণসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএন/পিআর