মাঝরাতে সিলেট নগরীর বালুচরের টিভি গেট এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে আরিফ (১৯) নামে ছাত্রলীগের এক কর্মীকে হত্যা করেছে অপর গ্রুপের কর্মীরা।
সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। নিহত আরিফ ওই এলাকার ফটিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু ও জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলামের কর্মীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে রাত ১২টার দিকে এলোপাতাড়ি কুপিয়ে আরিফকে ফেলে যায় অপর গ্রুপের কর্মীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। আরিফ ছাত্রলীগের নাজমুল গ্রুপের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।
তিনি বলেন, নগরের বালুচর এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত একজন রাত দেড়টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
যেহেতু ঘটনা শাহপরান থানাধীন এলাকায় আমরা তাদের বিষয়টি জানিয়েছি। তারা ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেবে।
জেএন/পিআর