কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই দারুণ ছন্দে রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্টিনেজ-মেসিদের মতো মাঠের ফুটবলে ছন্দে রয়েছে আর্জেন্টিনার যুবারাও।
তবে এরই মধ্যে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। জাপানের যুবাদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্বে রয়েছেন হ্যাভিয়ের মাসচেরানো। আগামী বছরের জানুয়ারিতে প্রি-অলিম্পিক টুর্নামেন্টকে সামনে রেখে দলকে প্রস্তুত করছেন তিনি।
২০ জানুয়ারি থেকে ভেনেজুয়েলায় শুরু হবে এই টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে জাপানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।
বুধবার (২২ নভেম্বর) জাপান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। পুরো ম্যাচে দাপট দেখানো আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে গোল করার দারুণ সুযোগ পেয়েছিল। যদিও সেটি কাজে লাগাতে পারেনি তারা।
আলমাদা এবং নিকোর সহযোগিতায় গোলের সুযোগ পেয়েছিল যাপেলি ও সোলারি। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, আর তাতে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেসির উত্তরসূরীদের।
জেএন/পিআর