সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি- এই স্লোগানে খাগড়াছড়িতে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের টাউন হলের সামনে থেকে র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
জেলা সমবায় অফিসে জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
জেলা সমবায় অফিসের পরিদর্শক হ্যান্ডি চাকমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মোহাম্মদ ছালেহী তস্তুরী, পৌর মেয়র রফিকুল আলম, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী টিটন খীসা, সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সমবায়ী মনতোষ ধর।