আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষিত নতুন প্রবিধানের অধীনে পুরুষ হিসেবে বয়ঃসন্ধি পার হওয়া তৃতীয় লিঙ্গের নারীদের আন্তর্জাতিক নারী ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
গত সেপ্টেম্বরে প্রথম কোন তৃতীয় লিঙ্গের নারী হিসেবে অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছিলেন কানাডার ড্যানিয়েল ম্যাকগাহে।
এরপর থেকে নারীদের বিভিন্ন প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের নারীদের অংশগ্রহণ নিয়ে বিতর্কের বিষয়টি সামনে আসে।
বিভিন্ন খেলাধুলায় সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা এবং ভারসাম্য বজায় রাখার চেষ্টার অংশ হিসেবে তৃতীয় লিঙ্গের নারীদের অংশগ্রহণ একটি সমস্যা হয়ে উঠেছে।
সাইক্লিং ও অ্যাথলেটিকসের আন্তর্জাতিক সংস্থাও ইতোমধ্যে তাদের প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে।
ভারতের আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় বলা হয়, নতুন এই নীতি অবিলম্বে কার্যকর হবে। নারীদের খেলার নিরাপত্তা, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিই এর লক্ষ্য।
এতে বলা হয়, ‘বয়ঃসন্ধির মধ্য দিয়ে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে এবং তারা যেকোনো অস্ত্রোপচার বা লিঙ্গ প্রতিস্থাপন চিকিৎসা গ্রহণ করুক না কেন, এমন কেউ আন্তর্জাতিক মহিলা খেলায় অংশগ্রহণের জন্য যোগ্য হবে না।
এই বিধিগুলো নয় মাস পর্যবেক্ষণ করা হবে এবং দুই বছর পর এটি নিয়ে পর্যালোচনা করা হবে।
শুধুমাত্র আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে এটি কার্যকর হবে। আর ঘরোয়া টুর্নামেন্টে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে সদস্য বোর্ডগুলো।
জেএন/পিআর