কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় আসরের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।

- Advertisement -

এদিন হলুদ জার্সিধারীদের একই ডুবিয়ে দিয়েছেন ‘লিটল ডেভিল’ খ্যাত অধিনায়ক ক্লদিও এচেভেরি। তার হ্যাটট্রিকে বাড়ির পথ ধরেছে ব্রাজিল। তবে আর্জেন্টিনার এখনও এই প্রতিযোগিতার শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।

- Advertisement -google news follower

ঝড়-বৃষ্টি বাগড়ায় খেলা শুরু হয় আধা ঘণ্টা দেরিতে। এদিন বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমান থাকলেও উভয়েই গোল পোস্টে শট নেয় ১৬টি।

প্রথমার্ধের ২৮তম মিনিটে সেলেসাওদের জালে বল পাঠান এচেভেরি। মিডফিল্ডার দ্বিতীয়ার্ধে আরও দুই বার লক্ষ্যভেদ করেন। পরে ম্যাচের ৫৮ ও ৭১তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে পাইয়ে দেন সেমিফাইনালের টিকেট।

- Advertisement -islamibank

আগামী ২৮ নভেম্বর সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। সুরাকার্তায় ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ