চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকার নূরানী জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গোপন সোর্সের খবরে শুক্রবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১২ টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৮০ লাখ টাকা।
আটকরা হলেন, মোহাম্মদ ফয়সাল উদ্দীন (২৫) ও শহীদুল ইসলাম প্রকাশ শহীদ (২১)।
আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেন আকবরশাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর।
তিনি জানান, আটক দুজনই পেশাদার মাদক ব্যবসায়ি। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো।
শুক্রবার গোপন সুত্রে খবর পেয়ে সিটি গেইট এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করতে সক্ষম হয় টিম আকবরশাহ। দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
জেএন/পিআর