চট্টগ্রাম বোর্ডে শতভাগ পাসের হার শূন্য এমন কলেজের সংখ্যা তিনটি। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এই বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
পাসের হারে শূন্য নগরের চান্দগাঁয়ের অবস্থিত ন্যাশনাল পাবলিক কলেজ। এ কলেজের ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। অন্যটি মহালছড়ির বৌদ্ধ শিশু গড় স্কুল এন্ড কলেজ এবং অপর প্রতিষ্ঠানের নাম মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ।
এদিকে, শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা ১২টি। যেখানে গতবার এ সংখ্যা ছিল ১৬টি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। গতবারের তুলনায় এবারের পাসের হার ৬ দশমিক ০৫ শতাংশ কম। ১ লাখ ৩ হাজার ২৪৮ জন অংশ নিয়ে পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন।
যেখানে গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। সেইসাথে পাস করাদের মধ্যে গতবার এই বোর্ডে জিপিএ-৫ পায় ১২ হাজার ৬৭০ জন। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৮৮ দশমিক ৪৫ শতাংশ। মানবিকে পাসের হার ছিল ৬৫ দশমিক ২২ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ছিল ৭৮ দশমিক ৫৫ শতাংশ।
প্রসঙ্গত, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে ৯ হাজার ৯৮১ জন। মানবিক থেকে ১৯ হাজার ৯৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী।
জেএন/হিমেল/আর এস