চট্টগ্রামের ১৬ আসনে ভোটের মাঠে নৌকার মাঝি হচ্ছে যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

- Advertisement -

আর সে সাথে নিশ্চিত হয়ে গেছে আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম। ঘোষিত চুড়ান্ত প্রার্থী তালিকায় নৌকার বহরে যুক্ত হয়েছে নতুন চার মুখ। পুরনো আসন নিয়েই আবার নির্বাচনে অংশ গ্রহনের জন্য নৌকার টিকিট পেয়েছেন ১২ জন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। এ আসন থেকে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারীর পরিবর্তে নৌকা প্রতীকে ভোটযুদ্ধে অংশ নিতে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন ১৯৯৬, ২০০১ সালে পরপর দুবার নির্বাচিত ফটিকছড়ির সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি।

- Advertisement -islamibank

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। ২০০৯ সালে মনোনয়ন না পেলেও পরের দুই সংসদ নির্বাচনে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন তিনি। এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মিতা।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমকে পরিবর্তণ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনকে নৌকার টিকিট দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনেও এবার নতুন মুখ। মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে টানা চারবারের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর হাতেই আবারো দেয়া হয়েছে নৌকার বৈঠা।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে টানা দুবারের সাংসদ ও সরকারের সফল মন্ত্রী আ.লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এবারও নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে ফের সুযোগ পেলেন মোছলেম উদ্দিন চৌধুরীর মৃত্যুর উপ-নির্বাচনে জয়ী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে কয়েকমাস আগে অনুষ্ঠিত হওয়া উপ নির্বাচনে বিজয়ী প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকেই এলাকার হাল ধরতে আবারও সুযোগ করে দিয়েছেন আওয়ামী লীগ।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন তিন বারের সাংসদ এম এ লতিফ।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনেও চমক দেখিয়ে বর্তমান সাংসদ ও হুইফ সামশুল হক চৌধুরীর পরিবর্তে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলামকে নৌকায় মনোনয়ন দিয়েছেন ক্ষমতাসীন দলটি।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আবারো আস্থা রেখেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ওপর।

তাছাড়া চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনে মনোনয়ন পেয়েছেন আবু রেজা মোহাম্মদ নদবি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM