চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও ২৮ মামলার আসামি মো. নুরে আলম প্রকাশ নুরুকে (৩৫) তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নুরুর সহযোগীর নাম মো.রাসেল (৩৫)। গতকাল সোমবার সোয়া পাঁচটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) টিম তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেফতার নুরে আলম বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড হয়েছে।
তাছাড়া তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গুরুতর জখম, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। পাহাড়কাটা, কাঠপাচারসহ বিভিন্ন অভিযোগেও আদালতে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) এসব বিষয় নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন।
তিনি বলেন, গোপন সুত্রে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে নুরে আলম নুরু ও রাসেলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এদের মধ্যে নুরে আলম নুরু চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গুরুতর জখম, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে।
গ্রেফতার দুজন সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি ইয়াবার কারবারে জড়িত। এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা করা হয়েছে।
জেএন/পিআর