কক্সবাজারে ১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজার জেলার বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত প্রায় ৪০ কেজি ইয়াবাসহ ১২ কোটি ৫ লক্ষ টাকার মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৮ নভেম্বর) কক্সবাজার আদালত কম্পাউন্ডে এসব মাদক ধ্বংস করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি।

- Advertisement -google news follower

মাদক ধ্বংসের সময় কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যাঁ, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এবং সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -islamibank

তিনি আরো জানান, ধ্বংসকৃত মাদকের মধ্যে ৫ প্রকারের মাদকদ্রব্য রয়েছে। সেগুলো হচ্ছে-১২ কোটি টাকা মূল্যের প্রায় ৪০ কেজি ইয়াবা। ২ লক্ষ ৭৬ হাজার ৬৫০ টাকা মূল্যের ৫০৩ টি বিয়ারের ক্যান, ২৪ হাজার টাকা মূল্যের ৮ বোতল হুইস্কি, ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৯ কেজি গাঁজা, ২৬ হাজার টাকা মূল্যের ২৬ লিটার চোলাই মদ।

এসব মাদকদ্রব্য পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ করে মামলার আলামত হিসাবে জুডিসিয়াল মালখানায় রাখা হয়েছিল।

প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী জানান, কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর নিয়মিত মাদকদ্রব্য ধ্বংসের অংশ হিসাবে উল্লেখিত প্রায় ১২ কোটি ৫ লক্ষ টাকার মাদকদ্রব্য মঙ্গলবার ধ্বংস করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM