চট্টগ্রামসহ সারা দেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ কম্পন।
আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল নয়টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।প্রাথমিকভাবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল কুমিল্লা বলে গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে।
সিস্টেমে তাৎক্ষণিকভাবে জানানো হয়, ভূমিকম্পটি ৫ দশমিক ২ মাত্রার ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে।
ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০৫।
জেএন/রাজীব