কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে আহত শতাধিক

কুমিল্লায় চৌদ্দগ্রামে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক পোশাককর্মী আহত হয়েছেন।

- Advertisement -

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, আহতদের সেবায় তাদের একাধিক টিম কাজ করছে।

এ পর্যন্ত কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন, সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ সংখ্যা শতাধিক হবে বলে জানান তিনি।

- Advertisement -islamibank

তিনি আরও জানান, এছাড়াও একের পর এক আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আমির শার্ট গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, ভূমিকম্পের সময় তাদের শ্রমিকরা নিরাপদে নেমে যাচ্ছিলেন।

এসময় আচমকা ভিড় থেকে একজন বলে ওঠেন ভবনে ফাটল। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।

তিনি জানান, তারা নিজেদের স্বাস্থ্য কমপ্লেক্সে অনেককে চিকিৎসা দিয়েছেন। প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে করে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন বলে শুনেছি। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

এদিকে, ভূমিকম্পের ঘটনায় কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা মহিলা কলেজে আহত হয়ে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM