খাগড়াছড়িতে অবরোধকারীদের আগুনে দগ্ধ ট্রাক চালকের মৃত্যু

খাগড়াছড়ির গুইমারায় সরকারি চালবাহী ট্রাকে অবরোধকারীদের দেয়া আগুনে দগ্ধ চালক মো. ইসহাক মিয়া (২৮) মারা গেছেন। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -

এর আগে ২৭ নভেম্বর সরকারি চাল নিয়ে চট্টগ্রাম থেকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং যাচ্ছিল (ঢাকা মেট্রো -ট ১৩-৭৮৮৩) ট্রাকটি। রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে জনৈক আলাউদ্দিনের বাড়ীর সামনে পৌছালে চাল বোঝাই ট্রাকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় বিএনপি কর্মীরা।

- Advertisement -google news follower

এতে ট্রাকটির চালক মো. ইসহাক মিয়া গুরুত্বর দগ্ধ হয়। হেলপার বেলার হোসেনও (৩৫) আহত হন। মুমূর্ষু অবস্থায় চালক ইসহাক মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কর বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM