মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচে জয় নিয়ে; বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।

- Advertisement -

সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশনে আজ শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি বাংলাদেশ।

- Advertisement -google news follower

সিরিজ জয়ের লক্ষ্যে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট জয়ের পর ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল।

- Advertisement -islamibank

ফলে উইনিং কম্বিনেশন পরিবর্তন করেনি টাইগাররা, বিশেষ করে মিরপুরে ঐতিহাসিকভাবে তিনজন স্পেশালিস্ট স্পিনার থাকে টাইগারদের সেরা একাদশে। মিরপুরের পিচ স্পিন সহায়ক হওয়ায় এক পেসার নিয়েই খেলছে বাংলাদেশ।

তবে নিউজিল্যান্ডের একাদশে রয়েছে একটি পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে মিচেল স্যান্টনারকে নেওয়া হয়েছে। এদিকে অনুশীলনের সময়ে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন স্পিনার নাঈম হাসান। তার মাঠে নামা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত সেটি কেটে গিয়েছে। গুরুতর চোট না থাকায় মিরপুর টেস্টেও খেলবেন নাঈম।

বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল, টিম সাউদি (অধিনায়ক)।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM