বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ১২ অটোরিকশা ও ৫ দোকান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউপি রজালিয়াখালী নতুন বাজার এলাকার একটি গ্যারেজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

- Advertisement -

বুধবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক দু’টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

- Advertisement -google news follower

তবে তার আগেই আগুনে গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা-টমটম এবং পাশ্ববর্তী আরও ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- মো. সিকান্দার, মো. হাশেম সাওদাগর, মো. হেলাল, মো. শফি আলম, মো. মোস্তাফা আলী, আবুল কাশেম, মো. ইসমাইল, জিয়াউর রহমান, মো. ছাবের, রবিউল আলম, আব্দুল হাকিম, শাহ আলম, মনির আহমদ, মো. তরিকুল ইসলাম, মো. ফখর উদ্দিন, মো. নুরুল গণি ও মো. হেলাল।

- Advertisement -islamibank

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ধারনা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তারা জানায়, মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ফলে কোন কিছুই রক্ষা করার সুযোগ হয়নি তাদের। এ ঘটনায় অন্তত ৬৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগে ১২টি অটোরিকশা-টমটম এবং ৫ টি দোকান আগুনে পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM