মিরপুরে সফরকারি দল নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল আর সান্টনার মিলের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে খেলার শুরুটা ভালো হলেও ছন্দ ধরে রাখা যায়নি বেশিক্ষণ। এজাজ প্যাটেল আর সান্টনার মিলে ভেঙে দিয়েছেন ইনিংসের মেরুদণ্ড। এক শ’র আগেই নেই ৭ উইকেট।
শনিবার চতুর্থ দিনের সকালে পাল্টা আক্রমণ হানে বাংলাদেশ। আগ্রাসন ধরে রেখে ব্যাট করার চেষ্টা করেন জাকির হাসান ও মুমিনুল হক। ৪২ বলেই যোগ হয় ৩৩ রান। এরপরেই শুরু হয় ধস।
এজাজ প্যাটেলের শিকার হয়ে ১০ রান সাজঘরের পথ ধরেন মুমিনুল। ৭১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। দ্রুত ফেরেন মুশফিকুর রহিমও, মি. ডিপেন্ডেবল নামটার প্রতি সুবিচার করা হয়নি তার। ৯ রান আসে তার ব্যাটে।
এক ওভার পর এসে সান্টনার ফেরান শাহাদাত হোসেন দিপুকেও, এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাকে। ৮৮ রানে ৫ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এরই মাঝে একই ওভারে জোড়া উইকেট তুলে নেন এজাজ।
২৫তম ওভারে এসে প্রথম বলেই সান্টনারের ক্যাচ বানান মেহেদী মিরাজকে। ৭ বলে ৩ রান করেন তিনি। তিন বল পর এলবিডব্লু করেন নুরুল হাসান সোহানকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই উইকেট কিপার।
২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট ৯৭ রান। একপ্রান্ত আগলে রেখে ৪৩ রানে অপরাজিত জাকির হাসান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৮৯ রানে।
জেএন/পিআর