বোয়ালখালীতে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণধোলাই

চট্টগ্রামের বোয়ালখালীতে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নে ওই ৫ যুবককে ধাওয়া দিয়ে আটক করে জনতা।

- Advertisement -google news follower

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, জনতার পিটুনিতে আহত মো. জাবেদ হোসেন (৩২), মো. লিটন (৩১), ইমরান হোসেন বিজয় (২০), ইবনূর হাসান (২১) ও মো. আসাদ (২৫) নামের ৫ যুবক উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের বাড়ি শাকপুরা ও পশ্চিম গোমদণ্ডী এলাকায়।

স্থানীয়রা জানান, ভোর ৩টার দিকে জ্যৈষ্ঠপুরা এলাকায় এক গৃহস্থের গোয়াল ঘরের তালা কেটে গরু চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে যায়।

- Advertisement -islamibank

তাদের ধাওয়া দিলে চোরেরদল দুইটি সিএনজি অটোরিকশা যোগে পালিয়ে আমুচিয়া গুচ্চ গ্রামের দিকে চলে যায়। এরএক পর্যায়ে খবর পেয়ে ওই এলাকায় পাহারায় থাকা লোকজন একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করতে সক্ষম হন। ওই অটো রিকশায় ৫ জন যুবক ছিল। তবে অপর সিএনজিটি পালিয়ে গেছে।

স্থানীয় কৃষক মো. বাবর বলেন, প্রায় দিনই এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। এ কারণে গোয়ালঘর পাহারা দিতে হচ্ছে রাত জেগে। বাড়ির লোকজন সজাগ থাকায় গরু নিয়ে যেতে পারেনি চোরেরদল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, আটককৃতদের বিষয়ে তথ্য যাছাই করে দেখা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পুজন সেন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM