চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পত্তির একটি খাস জায়গার পুকুর উদ্ধার করা হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) পৌরসভার ঐতিহাসিক কানু পুকুর নামে পরিচিত সরকারি খাস খতিয়ানভুক্ত এ ৬৪ শতক জায়গা উদ্ধার করে প্রশাসন।
সকাল থেকে টানা অভিযানে নের্তৃত্ব দেন সাতকানিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
আরাফাত সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে খাস পুকুরটি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জবর দখল রাখে। সরকারি মূল্যবান এ ভূ- সম্পদ গ্রাস করার কুমানষে বিজ্ঞ সিনিয়র জেলা জজ আদালতে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে দেয় দখলদাররা।
আদালত আইনি প্রক্রিয়া শেষে সরকারের পক্ষে আদেশ দেন এবং বাদীপক্ষের আরজি দোতরফা সূত্রে খারিজ করে দেন।
অবশেষে বর্ণিত ভূমিতে সরকারের স্বার্থ নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হয়। পরে রবিবার অভিযান চালিয়ে খতিয়ানভুক্ত খাস পুকুরটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পুকুরটি জলেপাড়ে মোট ভূমির স্থানীয় বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা।
সেখানে সাইনবোর্ড স্থাপন করে সরকারি কানু পুকুরের দখল প্রতিষ্ঠা করে। একইসাথে ভবিষ্যতে কানু পুকুরসহ যে কোনো সরকারি ভূমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেএন/পিআর